অন হোল্ড মানে কুরিয়ারে এখনো দেয়া হয় নি
প্রসেসিং মানে আপনার ওর্ডার কুরিয়ারে দেয়া হয়েছে।
কমপ্লিটেড ( এই স্ট্যাটাস আপডেট করি প্রসেসিং এর দুই দিন পরে ) মানে আপনার ওর্ডার অলরেডি কুরিয়ারে দেয়া হয়েছে এবং এটা দেখা যাবে ২/৩ দিন পরে ততক্ষনে আপনার পারসেল পেয়ে যাবার কথা বা ওদের কাছ থেকে ফোন পাবেন ৩ দিন হয়ে গেলে যদি কল না পান, আমাদের কাছে থেকে চালান নাম্বার নিয়ে আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ারে যোগাযোগ করবেন ।