Description
সেনিয়োর…
বলো, হাঁটবার ওপরেই বলল মেকসিকান। তুমি কি বলতে পারবে, এখানে সোনা এল কেমন করে? হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল যেন আলভারো। মহিলার দিকে তাকাল। হতভম্ব দেখাচ্ছে বুড়াকে। তুমি জানো না? বিভ্রান্তির দোলনায় দুলতে লাগল মেরি। কী জানি না, সেনিয়োর? সোনা তো এখনো আসেনি, সেনিয়োরা। বরাবর ছিল। জানি তো। ঠোট মুড়ে হাসল রোজমেরি । ‘সোনার খনি। আমি আসলে জানতে চাইছি, কী করে তৈরি হয় সোনা। জানো তুমি? ঠাস করে কপাল চাপড়াল মেক্স। হতাশায় মাথা নাড়ছে। খনি নয়, সেনিয়োরা…খনি নয়! আয়-হায়, কোথায় আছ তুমি!
Reviews
There are no reviews yet.