Description
মেয়েটাকে দেখে চমকে উঠল রানা। ঠিক যেন লুবনা… লুবনা আভান্তি! ইটালিয়ান সেই মিষ্টি কিশোরী,
যে রানার মন জয় করে নিয়েছিল… যে ওকে একটা গান উপহার দিয়েছিল… যাকে রক্ষার দায়িত্ব নিয়েও ব্যর্থ হয়েছিল রানা। সেই কষ্ট আজও তাড়া করে ফেরে ওকে। লুবনার মত এ-মেয়েটিও বিপন্ন।
নিষ্ঠুর একদল খুনি তাড়া করছে তাকে, ছুটতে ছুটতে রাতদুপুরে রানার বুকে আছড়ে পড়েছে সে।
এরপর কি আর চুপ করে থাকা যায়? সাহায্যের হাত বাড়িয়ে দিল রানা। জড়িয়ে পড়ল ভয়ঙ্কর বিপদে।
Reviews
There are no reviews yet.