যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ
এটি করেছিলাম যাতে আপনারা সবাই আপনার বইয়ের কাছে আবার ফিরে যান। ফলাফলে সিরিয়াল একদুই এর কোন ম্যাটার নেই,সবাই ভাল করেছেন। এটা করতে কিছু ভুল হতে পারে আমরা ক্ষমা চেয়ে রাখছি আগেই। গ্রুপে বিভিন্ন কন্টেস্ট আসবে একটু লেগে থাকবেন যাস্ট।
রেজাল্ট
পারি আর না পারি পুরষ্কার একটা লইয়াই ছাড়ুম বিভাগে যারা চ্যাম্পিয়ান হয়েছেন 🙂
গিফট নেয়ার জন্য এই ফর্ম ফিলাম করতে হবে , আমি ঢাকা না ফেরা অবধি অপেক্ষা করতে হবে।