……………………………………………………………………………………………………………

“সান্ধ্যআড্ডা ৩” এর জন্য লেখা আহব্বান ।

প্রিয় সদস্যবৃন্দ, আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে Swapybooks ই ম্যাগাজিন “সান্ধ্যআড্ডা ৩” প্রকাশ করতে যাচ্ছে ২০২০ সালের পহেলা এপ্রিল, সব সদস্যদের কাছে ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করা যাচ্ছে । লেখা জমা দেয়ার শেষ তারিখ ২৮ মার্চ রাত ১২টা।

বিভাগ সমূহ ।

১ কবিতা

২ সাহিত্য আলোচনা (কোন গল্প/কবিতা/উপন্যাস বা এসবের চরিত্র নিয়ে আলোচনা ৪০০-৫০০ শব্দ)

৩ প্রবন্ধ/অনুপ্রেরনা মূলক রচনা (৪০০-৫০০ শব্দ)

৪ বই পড়া / বই কেনা নিয়ে স্মৃতিকথা ( আপনার নিজের কোন স্মৃতিময় ঘটনা তা থেকে অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় তুলে ধরা ) (৪০০-৬০০শব্দ)

৫ swapybooks চায় বই পড়ার অভ্যাস কে সবার মাঝে ছড়িয়ে দিতে , এক্ষেত্রে আপনি কিভাবে অবদান রাখতে পারেন লিখতে পারেন ৫০০ শব্দের ভিতরে ।

৬ ভ্রমণ গল্প ।

এই ফর্ম এ লেখা জমা দিতে হবে । https://www.swapybooks.com/2018/12/20/1810

আগে থেকে প্রকাশ করা কোন লেখা দেবেন না

আমার ইনবক্স এ দয়া করে কোন লেখা দেবেন না, প্রচুর মেসেস এর ভিড়ে পরে এসব খুজে পাওয়া যায় না, যার জন্য সাইটের ফর্ম এ নিচ্ছি, হাতে সময় খুব কম, আপনাদের সবার সহযোগিতা না পেলে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ সফল করা সম্ভব হবে না ।