GullyBoy Part 2

আরটিস্টঃ মাহমুদ হাসান তবীব এবং রানা মৃধা
লিরিকঃ মাহমুদ হাসান তবীব
মিউজিকঃ এল এম জি বিট
সিনেমাটোগ্রাফিঃ রায়হান উদ্দিন
এডিটেড বাইঃ মাহমুদ হাসান তবীব
ডিরেক্টেড বাইঃ মাহমুদ হাসান তবীব

আমি রানা
গাল্লিবয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়
আমি রানা গাল্লি বয় ঢাক্কাইয়া গাল্লি বয়

রিংটোন
বাজলে ধরবেন ফোন

ক্ষুধার রাজ্যে উচু আকাশটা মাটি
পুর্নিমা চাদ যেনো ঝলসানো রুটি
সুকান্ত বুঝেছিলো আমাদের ব্যাথা
লিখেছিলো কবিতায় ক্ষুধাতুরা কথা

তিন দিন হয়ে গেলো পেট ভরে খাই নাই
মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই
এভাবেই বেচে আছি ক্ষুধা নিয়ে পেটে
মাটি কেটে ইট ভেংগে দিন রাত ক্ষেটে

বাবার কাছে মেয়ে করেছিলো আবদার
ঈদে কিনে দিও মোরে কামিজ আর সালোয়ার
বাবা বলেছিলো দিবে মেয়েটাকে ভুলিয়ে
কেদেছিলো বাবা ঈদে মুখটাকে লুকিয়ে

আমারতো বাবা যিনি থেকেও যে নেই
সব কথা ভেংগে চুরে বলতে যে নেই
কার কাছে করব আহ্লাদি আবদার
একা মা কোনো মতে টানছে এ সংসার

আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

সুবিধা বঞ্চিত কত শিশু পথে ঘাটে
সব ভুলে একবেলা খাবারের পিছু ছোটে,
শিক্ষা তুমি আজ হয়ে গেছো বিক্রি
ইস্কুলে যায় খোকা শুধু পেতে চাকরি।

শিক্ষা যদি করে মানুষকে নীতিবান
তবে কেনো সমাজে ছোট-বড় ব্যবধান,
শিক্ষাটা আজ যেন মাথা কাটা বুনো হাতি
লাখ টাকা টিউশন ফিস নেবে ভার্সিটি।

ভেবে দেখো পৃথিবীতে তুমি কত নিরুপায়
টাকা নাই হাঁটো তাই ফুটপাতে খালি পায়,
জীবনটা থেকে যেন সুখী তুমি গেছো চুরি
বেঁচে আছো কোনো মোতে দিয়ে যেন হামাগুড়ি।

আজকের পথ শিশু চেতনায় করে হিসু
পেট যার খালি তাকে নীতি কথা বলা মিছু,
আজ এই পরিণতি এর দায়ী আমরাই
স্বার্থের চর্চায় নিজেদের কামড়াই।

আমি রানা আমার সবটা জানা
আমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে আমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?

তুমি রানা তোমার সবটা জানা
তোমার মতো আছে হাজার রানা,
এক গান গেয়ে তুমি আজ ভাইরাল
বাকি রানাদের বলো কি হবে কাল?