যারা হাতের লেখা সুন্দর করার কথা ভাবেন
লেখা টি পড়ুন প্লিজ ১৫ দিনে মাত্র ২০-২২ ঘণ্টা লাগবে
এই রকম দাগ টানা বড় একটা খাতা কিনুন
ঘুম থেকে উঠে নাস্তা করে হাতের কাজ সেরে
এই বার খুব খেয়াল করে করে প্রিন্ট বা বইয়ের মত আকার এর লেখা লিখতে থাকুন, আস্তে ধীরে লিখুন, ফন্ট এঙ্গেল গুলি ভাল করে খেয়াল করে নিয়ে লিখতে থাকুন,
এক পাতা লিখা হয়ে গেলে বাদ দিন বিকালে বা রাতে আমার সেম পাতা আবার লিখে মেলান ৪৫ মিনিটের বেশি লাগাবেন না ,
টানা দশ দিন চালিয়ে যান এই ভাবে ,
এই ভাবে ১০ দিন চালিয়ে যাবার পর দাগ টানা খাতা বাদ দিয়ে, সাদা খাতা নিয়ে শুরু করুন মাত্র ৫ দিন লাগবে। তারপর দেখবেন ওই ফন্ট টাতে আপনার মাইন্ড সেট হয়ে গেছে, ও দাগ টানা খাতায় লিখতে লিখতে সাদা খাতায় লিখতে গিয়ে লাইন আকা বাকা হবে না
এই বুদ্ধি ফুল প্রুভ , হেসে উড়িয়ে দেবার দরকার নাই ।
You must be logged in to post a comment.