বই পড়তে যারা ভালবাসে এই গ্রুপ তাদের জন্য
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ।
কিছু বিষয় যা আমাদের খেয়াল রাখা উচিতঃ
নানা রকম বই পড়লে সুবিধে আর অসুবিধে কি তা আর নতুন করে বলার প্রয়োজন নেই, আমরা এই গ্রুপ এ বই পড়া নিয়ে আড্ডা দেব, বই নিজে পড়ব অন্যকে পড়তে উৎসাহিত করব, পড়ুয়াদের মাঝে একটা যোগাযোগ গড়ে উঠতে পারে আমরা হয়ে উঠতে পারি বড় একটা নেটওয়ার্কের অংশ ।
এই গ্রুপ দেশে সম্পূর্ণ নতুন একটা ধারনা নিয়ে কাজ করছে যা বুক সোয়াপ বা এক্সচেঞ্জ নেটওয়ার্ক গড়ে তুলবে,
১# ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রুপে বই সংক্রান্ত পোস্ট সকল পোস্ট দিতে পারবেন যা হতে পারে বইয়ের সারসংক্ষেপ, লেখক পরিচিতি, কপিরাইট বিহীন পুরোনো বইয়ের লিংক, বই সংক্রান্ত আপনার অভিজ্ঞতা, পাঠ পরিবর্তী -প্রতিক্রিয়া, কোনো বই পড়ার সাজেশন …
বই রিভিউ, ইতিহাস, সাহিত্য আলোচনা, কবিতা, গল্প, জীবনী,অ্যাডভেঞ্চার, ভ্রমণ, জীবজগৎ, তারুণ্য, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, লাইফস্টাইল শিক্ষা, শিল্প-সংস্কৃতি পোস্ট করতে পারবেন।
২# সম্প্রীতি বৃদ্ধি করে বা বাংলাদেশ ব্র্যান্ডিং করে এমন পোস্ট দিতে পারবেন, কিন্তু সেম পোস্ট কেউ একবার দিলে তা আবার না দেয়াই ভাল
৩# কপি রাইট আছে এমন বইয়ের লিংক শেয়ার করা যাবে না,
৪# গ্রুপে বিভেদ সৃষ্টিকারী কারী কোন তৎপরতা করা যাবে না, রাজনৈতিক, ধর্মীয় অসহিষ্ণুতামূলক বা উস্কানিমূলক পোস্ট/কমেন্ট দেয়া নিষিদ্ধ। অশালীন ভাষা ব্যাবহার করে
যেকোনো আক্রমণাত্মক আচরণের সাথে সাথে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
৫# লেখকদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য না করার একান্ত অনুরোধ রইল।
৬# কপি রাইট নেই এমন বইয়ের তালিকা করা হবে আশা করি সাহায্য করবেন, যে কোনো বইয়ের লিংক চাওয়ার আগে, গ্রুপের ডক ফাইল দেখে নিবেন,
৭# শুধুমাত্র যারা বই পড়তে ভালবাসে এমন পড়ুয়া বন্ধুদেরই গ্রুপে এড দিলে গ্রুপ টা অনেক প্রানবন্ত থাকবে ।
৮# সকল প্রকার স্পামিং পোস্ট ও কমেন্টস নিষিদ্ধ সেটা যে মেকাপ নিয়েই থাকুক না কেন , এই গ্রুপ থেকে নিজের সুবিধের জন্য ট্রাফিক সোর্স করতে দেয়া হবে না ।
৯# আমরা সবার কাছে জেন্ডার সেন্সিটিভিটি আশা করব, উত্তক্ত/ নেতিবাচক মন্তব্য কারীদের ছাড় দেয়া হবে না
১০# বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বই নিয়ে এই গ্রুপ এ কোন আলোচনা করা যাবে না । এই ব্যাপারে সকল আপত্তি অগ্রহণযোগ্য ।৯/১০/১৭
১১# রাজনীতি আর ধর্ম নিয়ে বিতর্ক মূলক যে কোন আলোচনা নিষিদ্ধ । ১০-১২-১৭