মোটামুটি মেলার মাঝে swapybooks কে সবার মাঝে ছড়িয়ে দিতে একটা উৎসুক ইভেন্ট হবে, ছোট্ট একটা ফান্ড রাইজ করার উদ্দেশ্য নিয়ে এই লাক টেস্ট টা করা, যতটা ফান্ড পাই পুরুস্কার গুলি সেই রেঞ্জের ভিতরে কিনতে পারব। বরাবরের মত সেই গুলি বই হবে । আর দ্বিতীয় কারন যারা দূরে আছেন আসতে না পেরে মন খারাপ করেছেন তাদেরও ছোট্ট একটা অংশগ্রহণ থাকল swapybooks গ্রুপ কে ছড়িয়ে দেয়ার জন্য ।
যে কয়টা টিকিট নেবেন সেই গুনিতক টাকা বিকাশে টাকা দিতে হবে যেমন ৫ টা টিকিট ৫*২০=১০০ টাকা বিকাশ করতে হবে
আমি আপনাকে বই থেকে আপনার নামে টিকিট বরাদ্ধ করে টিকিট এর ছবি গুলি মেইল করে আপনার কাছে পাঠিয়ে দেব বা আপনি এন্ট্রি করে আমাকে মেসেঞ্জার এ একটা নক করে রাখবেন তাহলে মেসেঞ্জারেও দেয়া যাবে।
আপনাদের জন্য একটি বই মানে ১৫১ থেকে ২২৫ মোট ৭৫ টি টিকিট বরাদ্ধ থাকল
টিকিট এর নাম্বার যদি নিজে সিলেকশন করে নিতে যান তাহলে যে কয়টা নেবেন সেই হিসেব করে টাকা পাঠিয়ে 01913378116 ফোন দিতে হবে ( টাকা পাঠানোর বিকাশ নাম্বার এই একই ), আমাকে সাথে সাথে আপনার নামে বরাদ্ধ করে আপনার টিকিট বই থেকে আলাদা করে রাখতে হবে তাতে একই নাম্বার এর একাধিক দাবিদার তৈরি হবে না আর পরে আপনাকে টিকিট এর নাম্বার ছবিগুলি পাঠিয়ে দেব।
১৬ তারিখ বিকাল বা ইফতার এর পরে ড্র হবে। ড্র এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান লাইভ করার চেষ্টা করব, কোন সিস্টেম এরর হলে রেকর্ড করা ভিডিও আর রেজাল্ট এক সাথে প্রচার করব ।
সেদিন রেজাল্ট এর টিকিট গুলি যারা পাবে পুরুস্কার গুলি কেহ উপস্থিত থাকলে তখনই দেয়া হবে বা কুরিয়ার করে দেয়া হবে ।
বেস্ট অফ লাক ।