Swapybooks এই প্রথম মেলায় অংশ নিচ্ছে।
Bangladesh Youth Enterprise Advice & Helpcentre (BYEAH) আয়োজনে তরুণ উদ্যোক্তা ও মেন্টরদের তৈরী নানা রকম পণ্য ও সেবা নিয়ে ৩ দিন ব্যাপী ‘‘ঈদ মেলা’’, আগামী ১৪, ১৫ এবং ১৬ মে ২০১৯, ধানমন্ডি (পুরাতন ২৭) মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে । মেলা সকাল ৯.৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মোক্ত থাকবে ।
আমাদের স্টল থেকে আমারা বই কেনা বেচা সহ একটি লাকি কুপন রাখার চেষ্টা করব
আমাদের গ্রুপের মেম্বার যারা আসবেন দয়া করে Swapybooks নিয়ে আপনার উপলব্ধি দুই লাইনের একটা চিরকুট এ লিখে নিয়ে আসবেন, সেরা কিছু চিরকুট নির্বাচন করবে আমাদের গ্রুপের মেম্বাররা, আশা করি দারুন মজা হবে, আর আপনারা কোন এক্টিভিটির টিপস দিতে পারেন আমার ইনবক্স এ,আর Swapybooks যেখানে থাকবে আড্ডা হবে না এটা হয় নাকি? 🙂 সুতরাং সময় পেলে চলে আসবেন আশা করি , এমনকি ইফতার এর ৩ ঘণ্টা পরেও মেলা থাকবে ।
এই মেলায় আরো অনেক স্টল এ থাকছে- দেশীয় চামড়াজাত পন্য, দেশীয় পোশাকের সমারোহ, হস্তশিল্প সামগ্রী, পাটজাত বিভিন্ন পন্য, হোমমেড সুস্বাদু খাবার, হোমডেকোর, ঘর সাজানোর পণ্য, গিফট পন্য, ডিজিটাল টেকনিক্যাল সেবা, ইল্যকটনিক্স পন্য সহ নানা ধরনের পন্য । আরো থাকছে আর্কষনীয় অফার ।
আপনার উপস্থিতি তরুণ উদ্যোক্তা ও মেন্টরদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরনা যোগাবে ।
যারা ঢকায় আছেন আশা করি আসবেন। সবাইকে ট্যাগ দেয়া সম্ভব না, আপনারা পোস্টটি সবাই শেয়ার করবেন ।