১৬ মার্চ বই পড়ুয়াদের গ্রুপ Swapybooks এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতা
 
#SwapybooksReview
 
Hints
১# Swapybooks গ্রুপ সম্পর্কে আপনার উপলব্ধি কি ?
২# আপনি জয়েন করার পরে থেকে Swapybooks কেমন লাগছে (ভাল/খারাপ লাগলে কেন)?
৩# এই গ্রুপে কেন সময় দেন?
৪# বই পড়ার মানসিকতা বৃদ্ধির ক্ষেত্রে Swapybooks এর প্রভাব বা আপনার নিজস্ব মতামত ?
 
৫# গ্রুপের দুর্বলতা গুলি কি কি রয়েছে? সেগুলি অভারকাম করতে আপনার সাজেশন কি কি ?
৬# এই গ্রুপকে কিভাবে আরো কার্যকারী করা যায় ?
৭# আমাদের এই গ্রুপের উদ্দেশ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে আপনি কি কি ভূমিকা পালন করতে পারেন?
 
কিছু কথা
দুইটা ফরম্যাট হবে,
১ ভিডিও ও টেক্সট ফরম্যাট
১.১ ভিডিও ৪-৭ মিনিটের হতে হবে আগে থেকে লিখে রাখা টেক্সট দিয়ে ভিডিও পোস্ট এর সাথে জুড়ে দিন
১.২ টেক্সট ফরম্যাট এ ৪৫০-৭০০ শব্দের ভিতর সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট দিন
২ ১৪ মার্চ ২০১৯ রাত ১২টা ভিতর পোস্ট দিতে হবে ।
#SwapybooksReview এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে পোস্ট এর শুরুতে
৪ এক জনের দুই ফরম্যাট এ সাবমিট করার দরকার নেই।
৫ ভিডিও বা লেখা বাংলা বা ইংরেজি দুইভাবে হতে পারে , তবে আমরা অবশ্যই আপনার পরিশ্রম এর ব্যাপার খেয়াল করব ।
 
সবার জন্য শুভকামনা রইলো 🙂
কমেন্ট এ যার যার বন্ধু / কাছের মানুষদের মেনশন করে দিন । ভিডিও ও টেক্সট দুই বিভাগে পুরুস্কার থাকবে তবে কয়টা কি ওসব আমাদের পরে ছেড়ে দিন!! টুইস্ট কিছু তোলা থাক ।