Vocals, Guitars, Piano – Joy Sarkar
Lyrics- Rajib Chakraborty & Anirban Ganguly
Recording Mixing Mastering- Goutam Basu, Studio Vibrations
Song Composed & Arranged By- Joy Sarkar
Music Video Direction & Cinematography – Ranjay Rc
Editing – Pritha Chakraborty
Featured Actors – Salena Ahmed, Nillohit Mukherjee &Debjoyti
Hair & Makeup Artists – Ipsita Dey Sarkar & Prabir Dey (Hari)
Calligraphy- Bimal Samanta
Inlay Design – Sanjib Chakraborty (T2)
Digitally Deployed By – Ud Series
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
সুখের দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
সুখের দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
তোমার খবর ভুল ঠিকানায় চিঠি,
তোমার খবর গেরোস্থালির গান,
কেমন আছো? আগেও যেমন ছিলে?
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান।
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি,
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে,
একজীবনের বৃষ্টি দিয়ে তুমি,
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
হাতের পাতায় ভুলের বসত বাটী,
দূরের তারায় আকাশ ধোয়া জল,
বেঁচে থাকার এই টুকুই সম্বল।
হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।
হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।