A history of Bengal from the Mahabharata to Mujib

Land of Two Rivers

লেখক– Nitish Sengupta
পাবলিশার– Penguin Books
ISBN 9780143416784
ভাষা-ইংরেজী
পৃষ্ঠা সংখ্যা– ৬৩৯

★★★★★★★★★
“A history of Bengal from the Mahabharata to Mujib.”
বই এর কভারে লেখা এই লাইনটা দেখলেই বোঝা যায়, বইটা বাংলার জন্ম থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত সব কিছু নিয়ে লেখা একটি পুর্ণাংগ বই। হ্যা। পূর্ণাংগ ই বলবো। এর আগে বাংলার ইতিহাস নিয়ে এর চেয়ে সমৃদ্ধ কোন বই আমি পড়িনি। এক মলাটের ভেতর বাংলার ইতিহাস নিয়ে এর চেয়ে বিশদ কোন বইও আমি পাইনি।

★গঙ্গা আর ব্রহ্মপুত্র এর কোলে বেড়ে ওঠা বাংলার বুকে কখনও পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, মংগলকোট, চন্দ্রকেতুগড় নামক নানান কেন্দ্র গড়ে উঠেছে, গড়ে উঠেছে সভ্যতা। আর এই সভ্যতার সাথেই একই পথের পথিক ছিলো নানা সাম্রাজ্য- মৌর্য্য, গুপ্ত, গৌড়, পাল,সেন এর রাজারা। সেই সাথে ছিলো সবগুলো সাম্রাজ্যের পতন ও। মধ্যযুগে আসলো তুর্কী,শাহী, পাঠান, মুঘল। ইসলাম ধর্মের প্রচার এদেশে তখনই। এই সময়ই বাংলা ছিলো মুঘলদেরই একটা সমৃদ্ধ প্রদেশ।

★সুখের ঘরে দুখের আগুন হয়ে এর পর শুরু হল ইউরোপিয়ানদের আগমন। এ সময় বাংলায় নবাব দের উত্থান ঘটে। পতনও হয় এই সময়। শুরু হয় ইংরেজ শাসন। দুশো বছর এর রক্তচোষা ইতিহাসের পাশা পাশি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাহিত্য, শিক্ষা, ব্যবসা ইত্যাদির পরিবর্তনও উঠে এসেছে এই বইয়ে।

ত্রিপুরা, আসাম, ভুটান, নেপাল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ- এই শব্দগুলোর জন্ম কি করে হল একের পর এক, তার সবই পাবেন এই বইতে।
লেখক বেশ সুন্দর করে তা গুছিয়ে রেখেছেন বইটিতে। পড়তে পড়তে কখনও মানসিংহের সাথে বাংলায় এসেছি, আবার কখনও ঈশা খান এর সাথে তার বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। কখনও দরজার ওপাশে দাড়িয়ে ইংরেজ আর মীরজাফরের বিশ্বাস ঘাতকতার পরিকল্পনা শুনেছি, আবার কখনও পলাশীর প্রান্তরে অসংখ্য মীর মদনের লাশ গুনেছি।

মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, ১৯৭১, শেখ মুজিব, নব্য বাংলা, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র, আইয়ুব খানের পতন, স্বাধীনতা সবই সুনিপুণ ভাবে তুলে ধরেছেন লেখক। বই এর শেষের দিকে পাবেন পশ্চিম বংগের ইতিহাস।

এক কথায় অসাধারণ। বই এর পৃষ্ঠা সংখ্যা ৬৩৯। যখন শেষ হল বুঝলাম না, কিভাবে শেষ করলাম। মাথা এখনও ঝিম ধরে আছে। কত কিছু যে আমাদের চারিদিকে হচ্ছে, তার সুত্রপাত যে কবে আর কোথায় তা কিছুটা হলেও বুঝতে পারছি এখন। অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও।
বাংলা, বাংলার ইতিহাস, বাংলাদেশ কে সত্যিকারভাবে, গভিরভাবে জানতে হলে, এই বইটা পড়া উচিত বলে আমি মনে করি।

কতটুকু কি জানাতে পেরেছি আপনাদের জানি না। চেষ্টা করেছি কোন ধরণের স্পয়লার ছাড়াই আপনাদের বইটি সম্পর্কে একটু ধারণা দেয়ার। আশা করবো, আপনাদের ভালো লাগবে। সংগ্রহ করে পড়ে ফেলবেন। আজিজ এর প্রথমা তে বইটি দেখেছি।

‌আমার এই লেখার কোন তথ্য যদি ভুল থাকে, দয়া করে জানাবেন। শুধরে নিবো। লেখাটি পড়ে যদি আপনাদের এই বইটি পড়ার আগ্রহ জাগে, তাহলেই আমার এই লেখার সার্থকতা।
হ্যাপি রিডিং।