বুক ক্লাব কী?
বুকক্লাব বা বই পড়ুয়াদের ক্লাব হলো মূলত বই প্রেমিদের ভুবন যা বই নিয়ে আড্ডা, আলোচনা, বই বিনিয়ময়, একে অন্যকে উৎসাহ দেয়া সহ বইময় অনেক কর্মকান্ড পরিচালিত হয় । আড্ডার যায়গা কোন স্থানে বা ভার্চুয়ালি হতে পারে । আমাদের দেশে অনেকেই এই ধারণাটির সঙ্গে পরিচিত নন। আসুন জেনে নিই বুক ক্লাবের আদ্যোপান্ত।
নাম শুনেই বলা যায় এটি একটি ক্লাব বা আড্ডাখানা। বইপ্রেমীদের জমায়েতকেই বুক ক্লাব বলে। বুক ক্লাবে তিন জন থেকে শুরু করে শত/হাজার জন সদস্যও থাকতে পারেন। বই দেয়া নেয়া, বই সম্পর্কিত আলোচনা, কেনাবেচার জন্য বুক ক্লাব একটি আদর্শ ভূমিকা রাখে।
বিভিন্ন দেশে এর কার্যক্রম কী কী ধরনের হয় সাধারণত ।
বুক ক্লাবের মূল কিছু কার্যক্রম নিয়েও আজকে আলোচনা করবো:
• বুক ক্লাব সাধারণত কোন সদস্যের বাড়িতে, লাইব্রেরি কিংবা ক্যাফেতে আড্ডাখানা বসান ক্লাবের সদস্যরা। এখানেই চলে তাদের নিত্য কার্যক্রম। কফি নাস্তা খেতে খেতে চলে বইয়ের আলোচনা সমালোচনা।
• এখন অনলাইনের সময় বুকক্লাব বা বই পড়ুয়াদের ক্লাবের অনেক কার্যক্রম ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে। ফেসবুক ভিত্তিক গ্রুপ, বা ফোরাম ভিত্তিক বিভিন্ন সাইট এই ধরনের নানা কার্যক্রম চালাতে দেখা যায় ।
• বই আদানপ্রদান বুক ক্লাব এর প্রধান শর্ত। সপ্তাহে বা মাসের একটি নির্দিষ্ট দিনে ক্লাবের সদস্যরা একত্র হন ও একে অপরের সাথে বই দেয়ানেয়া করেন। এতে একদিকে যেমন পড়ার সংগ্রহ বাড়ে,অন্যদিকে আদানপ্রদানের মানসিকতাও তৈরি হয়।
• অনেক সময় বুক ক্লাবে স্বল্পমূল্যে বই কেনাবেচা করা হয়। সদস্যগণ নিজেদের মধ্যে এই কেনাবেচা করে থাকেন। এক্ষেত্রে বই কেনার খরচ কিছুটা সাশ্রয় হয়।
• বুক ক্লাবের আরেকটি কার্যক্রম হলো আলোচনা। প্রতি নির্দিষ্ট তারিখে ক্লাবের মেম্বাররা একত্র হন ও যেকোন একটি বই পড়ে আসেন। তারপর তারা সেই বইটি নিয়ে আলোচনা সমালোচনা করে থাকেন। এতে বইয়ের অনেক অজানা দিক সম্পর্কেও জানা হয়ে থাকে ও নিজেদের মধ্যে যোগাযোগ ভালো হয়। এই ধরনের দিনে উৎসব মুখর পরিবেশ কাজ করে।
• অনেক বুক ক্লাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়। যেমন বই পড়া, বই নিয়ে রিভিউ লেখা, বই পড়ার পরে এর উপরে বিভিন্ন কুইজ ও পরীক্ষার আয়োজন হয়। এতে বই পড়ার ক্ষেত্রে পাঠকের মনোযোগের বিষয়টিও জানা যায় ও দক্ষতা বাড়ে।
• অনেকে বড় পরিসরে না করে নিজেদের বন্ধুদের গ্রপ নিয়ে ছোট আকারে শুরু করেন, পরে আস্তে আস্তে বন্ধুদের সার্কেল বড় হয় এবং এর কার্যক্রম বড় পরিসরে শুরু হয়।
বাংলাদেশ ভিত্তিক বুক ক্লাব গ্রুপ https://www.facebook.com/groups/swapybooks/
সাইট www.swapybooks.com