লিরিকঃ দিনে দিনে খসিয়া পড়িবে
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।।
বাঁধিছেন ঘর মিছা, মিছা দন্ধ মাঝে গোসাঁইজি …
কোন রঙে।।
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্।।
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী … কোন রঙে।
ও দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী … কোন রঙে।
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া
আর তাহারই তলে ময়ুর আর ময়ুরী
শূন্যে উড়ায় তারা গোসাঁইজি … কোন রঙে
(আরেক বইয়ে লেখা)
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে জোড়া
সেই ঝড়েরও প্রহরী ময়ুর আর ময়ুরী
কবে দেয় যে গো উড়া গোসাঁইজি … কোন রঙ