দোস্ত দোস্ত করতে আমরা অজ্ঞান
কিন্তু বন্ধু নিয়ে এই গানটা পার্থ দার নিজের একাঊন্ট থেকে আপলোড করা কিন্তু ৩ বছরে মাত্র ২৬ হাজার লোক শুনেছে এই গান টা । গানের কথা আর সুর শুনে এমনি চোখ ভিজে যায় গত হয়ে যাওয়া প্রিয় কিছু শয়তান এর কথা মনে করে ।

কিন্তু এই গানের গীতিকার যে সে নাকি গানটা রিলিজ হবার পর পার্থদাকে ঝাড়ি মেরেছিলেন, যে কি করেছেন এসব, এটা কোন সুর হল ? আপনাকে আর কোন দিন কোন লিরিক দেব না। পার্থদা ঝাড়ি খেয়ে চুপ মেরে ছিলেন। সে আর কোন লিরিক দেয় নি। ভাবছি গানটি যার লেখা সে তার বন্ধুদের কত ভালবাসত!!!

একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans গুলো ফেলা যে আছে
সুধু মানুষটা তুই নেইতো নেই রে কাছে,

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা

তোকে ছাড়া হয় না টিওন , হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা
থমকে যায় , হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষণে
কেন হয় যে এমন

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন

একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans গুলো ফেলা যে আছে
সুধু মানুষটা তুই নেইতো নেই রে কাছে,

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা

তোকে ছাড়া হয় না টিওন , হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা
থমকে যায় , হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষণে
কেন হয় যে এমন

ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন

………………………………………
একটা প্রশ্ন
তোকে ছাড়া হয় না টিওন , হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা  ……… এই বৃষ্টি কি সেই হারিয়ে যাওয়া বন্ধুর প্রিয়জন  নাকি শুধু বৃষ্টির কথা বলা হয়েছে ?