রিদিতা আর প্লাবনের এক বছরের প্রেম।
তারা দুজনেই চাকরি করে। রিদিতা র বাসায় অনেক কড়াকড়ি। বাবা মা কে সে খুব ভয় পায়।
প্লাবনের সাহসেই সে বাসায় বলার জন্য নিজেকে প্রস্তুত করে – যে যত যাই হোক আজকে সে বলবেই তাদের সম্পর্কে র কথা!
সন্ধ্যা ৭টায় রিদিতার বাবা তার মার সাথে অন্য ছেলের সাথে তার বিয়ে নিয়ে কথা বলছিলেন।
রিদিতা কিছুক্ষন শোনার পর তার বাবাকে বলেই ফেলে তাদের সম্পর্কে র কথা।
বাবা কিছুক্ষন গম্ভীর হয়ে থেকে বলেন ওকে এখুনি আসতে বল-আমি কথা বলব, দেখব।
রিদিতা ফোনে ট্রাই করে। প্লাবনের মোবাইলে রিং হয়, ধরেনা।

ট্রাই করেই যায়।
আজকে আসলে, বাবার সাথে কথা বললে নিসচই বাবা অন্য পাত্রকে না করে দেবেন।
প্লাবন ফোন ধরেই না।
রিদিতা ভয় পেয়ে তার ছোট ভাই কে কল দেয়, বলে প্লাবন কে বলো খুব জরুরি।
প্লাবন কে তার ভাই ডাকতেই প্লাবন ধমকে ওঠে, ”দেখছিস না ঘুমাচ্ছি!
যা এখন!”

১২টা বাজে;
প্লাবন ফেসবুকে আসে।
রিদিতাই নক দেয়,’ আজকে ফোন ধরলে না!’
প্লাবনের উত্তর, ‘ প্রতি সময় ত রেস্পন্স করি। আজকে ঘুমাচ্ছিলাম।
কেন,কি হয়েছে?’

রিদিতা র উত্তর, ‘কিছু না,আমার ব্যাডলাক!’