Joloj Aquatic এর সৌজন্য Swapybooks চিঠি লেখার প্রতিযোগিতা অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ , যারা চিঠিগুলি পড়েননি তারা মিস করেছেন । জীবনে অনেকেই কাউকে কোন ব্যক্তিগত চিঠি লিখেছেন কিনা জানি না, তবে প্রতিযোগিতায় যাদের কে উদ্দেশ্য করে লিখেছেন পারলে তাদের ঠিকানায় পোস্ট করে দিয়েন, বন্ধু বাবা মা এনাদের ভিতর যারা বেচে আছেন উনাদের ঠিকানায় নিশ্চয়ই দেয়া যায়। Hassan Mohammad Alamin ভাইকে এই বাতিক্রম আইডিয়া দেয়া+ স্পসর করার জন্য ধন্যবাদ । দেশে আগে কেউ করেছে কিনা কোন গ্রুপ জানা নেই আমাদের ।
সেরা চিঠি লেখিয়ে হয়েছেন “সাদা পরী”
অন্য বিভাগ গুলিতে যারা সেরা হয়েছেন ।
বন্ধু বিভাগ খ্যাতিমান ব্যক্তি বিভাগ
১ Sathi Istekar ১ Nelufa Afrose Bithi
২ Tariq Ahmad ২ Shamsun Nahar
৩ Sabina Yeasmin ৩ Nazmun Nahar Nupur
বাবা মা বিভাগ আত্মকথা বিভাগ
১ Md Anwar Hossain ১ Aporajeeta Arpita
২ Niharika Nir ২ Munima Mannan Shailee
৩ Sonia Sohana Seme ৩ Shaila Aktar
কিছু কিছু চিঠি একটুর জন্য পুরুস্কার পায়নি, খারাপ লাগছে তাদের জন্য আশা করি আপনারা মন খারাপ করবেন না, লেগে থাকুন এমন লেখা প্রায়ই হবে ।
আপাতত এই ফর্ম ফিলাপ করে https://www.swapybooks.com/winner-address-form/ পুরুস্কার গুলির জন্য আপনারা সবাই ইদের পরে আন্দোলন কইরেন আমি পাশে থাকব।