Swapybooks চিঠি লেখার প্রতিযোগিতা।
প্রতি ক্যাটাগরীতে ৩ টা করে মোট ১২ টা পুরস্কার, আর একটা চিঠিকে সেরা চিঠি নির্বাচিত করা হবে। সর্বমোট ১৩ টি পুরস্কার । গ্রুপে পোস্ট দেয়ার শেষ সময় আগামী ৪ আগস্ট ২০১৮
পরিচিত সবাইকে জানিয়ে দিন।
গ্রুপে অনেকেই নিরবে পোস্ট পড়ে চলে যান, অনেকেই শুধু লাইক কমেন্ট করেন , কিন্তু প্রাণ খুলে লেখার ইচ্ছে কমে গেছে বা লিখতে আলসেমি লাগে অনেকেই আমাদের বলেন, কি লিখব ভেবে পাই না, এই লেখার অভ্যাস বাড়াতে , আপনাদের উৎসাহিত করতে আমরা ভিন্নরকম থিমে কিছু প্রতিযোগিতা করতে যাচ্ছি, সহজ বিষয় চিঠি দিয়ে শুরু করি প্রথম। সর্বশেষ কবে চিঠি লিখেছিলেন?
জীবনে অনেকেই কাউকে কোন ব্যক্তিগত চিঠি লিখেছেন কিনা জানি না, যাই হোক না কেন, Swapybooks আপনাদের আপনাদের সেই জড়তা কাটানোর জন্য ছোট্ট একটা আয়োজন করতে যাচ্ছে । এটা অবশ্যই বাতিক্রম , দেশে আগে কেউ করেছে কিনা কোন গ্রুপ জানা নেই আমাদের Hassan Mohammad Alamin আলামিন ভাইয়ের প্রতিষ্ঠান Joloj Aquatic এর সৌজন্য ।
Swapybooks চিঠি লেখার প্রতিযোগিতা।
সর্বমোট ৪ টি ক্যাটাগরিতে চিঠি লিখতে পারবেন।
১. বন্ধুর কাছে- আপনার প্রিয়/অপ্রিয়, কাছের দুরের, হারিয়ে যাওয়া, খুজে পাওয়া যে কোন বন্ধু/বান্ধবীকে চিঠি লিখতে পারেন৷ ( প্রেম পত্র হওয়া যাবে না )
২. খ্যাতিমান কোন ব্যক্তিত্ব এর নিকট – দেশী বিদেশী কবি, লেখক, সাহিত্যিক, খেলোয়াড়, গায়ক, নায়ক শিল্পী সহ যে কোন খ্যাতিমান ব্যক্তিত্ব কে লিখতে পারেন আপনার চিঠি।
৩. বাবা মা কে না বলা কথা
৪. আত্মকথা – নিজের না বলা কথা গুলো চাইলে এই ক্যাটাগরীতে নিজেকে চিঠি লিখতে পারেন।
চিঠি জমা দেয়ার কিছু শর্ত ঃ
১. একজন লেখক প্রতিটি ক্যাটাগরিতেই চিঠি দিতে পারবেন, কিন্তু কোন ক্যাটাগরি তে একের বেশী চিঠি জমা দেয়া যাবে না।
২. চিঠির ভাষা হবে বাংলা। কোন ধরনের কপি করা চিঠি প্রতিযোগিতার অযোগ্য হিসেবে গণ্য করা হবে।
৩. চিঠি হতে হবে ৩৫০ থেকে সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে।
৪. চিঠির শুরুতেই ক্যাটাগরীর নাম উল্লেখ করতে হবে।
৫. প্রতিটি চিঠি গ্রুপে https://www.facebook.com/groups/swapybooks/ পোস্ট করতে হবে এবং চিঠির সাথে আপনার নাম ও জেলার নাম দিতে হবে।
৬. চিঠি মোবাইল/কম্পিউটারে টাইপ করে দিতে হবে।
****৭. টাইপ করা চিঠির সাথে কেউ যদি একই চিঠি হাতে লিখে তার ছবি তুলে পোস্ট দেন তাহলে বোনাস হিসেবে পাবেন ১ নম্বর। ( হাতের লেখা হতে হবে স্পস্ট, তবে এক্ষেত্রে হাতের সুন্দর লেখা কোন অতিরিক্ত নম্বর বহন করবে না।)
৮. সাম্প্রদায়িক/ রাজনৈতিক / ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন কোন কিছু চিঠিতে লেখা যাবে না।
৯. সামনে আমরা ই ম্যগাজিন করার প্লান করছি। ই-ম্যাগাজিন প্রকাশের সময়, আপনার চিঠির সাথে আপনার একটি ছবিও চাওয়া হতে পারে, যা আপনার লেখার সাথে প্রকাশ হবে। তবে ছবি দেওয়া বাধ্যতা মুলক নয়। আপনার ছবি দিতে আপত্তি থাকলে, আমরা আপনার ছবি ছাড়াই চিঠি প্রকাশ করবো।
১০. কেউ ছদ্মনাম ব্যবহার করতে চাইলে তা ব্যবহার করতে পারবেন, কিন্তু বিজয়ী হলে পুরুস্কার নেয়ার জন্য কুরিয়ার করার ঠিকানা জানাতে হবে । শেষ সময় আগামী ৪ আগস্ট ২০১৮