যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করোনা করে ছলনা
এ যে ভীষণ যন্ত্রনা
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করোনা করে ছলনা
এ যে ভীষণ যন্ত্রনা
আপন মন হই যদি মনের মত
মনে মন করে আকর্ষন
সেই মনে আর ঘুনে ধরে না, রে মন ধরে না
সেই মনে আর ঘুনে ধরে না
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে মন সরেনা
এ যে ভিষণ যন্ত্রনা
বেহায়া মনা, সামসুল হকে
আষাঢ় মশাল জ্বেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
মন চুরা হালিম শাহ
নিদয়া নিঠুর পাষান
আঁখি জলে মন টলেনা রে তাঁর টলেনা
এ যে ভিষন যন্ত্রনা
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করোনা করে ছলনা
এ যে ভিষন যন্ত্রনা