ঘর ও বর
বর ছিল ঘরে
আমি ছিলাম দূরে,
শুন্য এ ঘরে
একলা বর যে কি করে?
একলা কোথায়?
সাঙগ পানঙগ সবাই মিলে,
পার করেছে রাত্রি হেসে খেলে।।
সারি সারি পিঁপড়া কত কত
মশা, মাছি, টিকটিকি,তেলাপোকা শত,
সবাই ছিল ঘরে
শুধুই আমি ছিলাম দূরে।
দেয়ালে দেয়ালে ধূলা রাশি রাশি,
তবুও বরের মুখটা হাসি হাসি।।
সুধালাম আমি রেগে,”হাসির কি হল,
ঘরটা যে পুরাই জঞ্জাল, সবই এলোমেলো”।।
খানিক হেসে খানিক কেশে বলল আমায় সে
তুমি ছিলে না ঘরে,
শুন্য ঘরের পরে
মন যে হারায় দিশে।।
সাথীরা সব ভেংচি কেটে বলে,
কি দরকার ছিল আসার এত দিন পরে?
বেশ তো ছিলাম আড্ডা মজায়,
এসেছে এখন, চল পালায়,
বললাম আমি,”থাকনা কিছু সময়,
আনছি ঝাঁটা,করব বিদায়”।
সারাদিন পরিশ্রমের পরে,
নিশ্চিন্তে যাব ঘুমের ঘরে।।
কেমনে ঘুমাই বলো
ব্রাজিলের খেলা শুরু হলো,
খেলা দেখতে রাত্রি পার,
ঘুম কখন হবে আমার?
২৫ জুন ২০১৮, রাত ১১ঃ৫৮
বৃষ্টি
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বৃষ্টি পড়ে ঐ,
টপাটপ বৃষ্টির ফোটাঁ
সাদা সোনা খৈ।।
খোকা আছে ঘরে
মনটা কোন দূরে,
এমন বাদলা ঝড়ে,
মন কি থাকে ঘরে।।
আম পড়ে, জাম পড়ে,
আর ও কত কী?
বজ্রপাত, শিলাবৃষ্টি
ধরার অপূর্ব সৃষ্টি।।
সাজ সাজ রবে,
সন্ধে যে আসে
ভরপুর সন্ধ্যা
মুষলধারায় ভাসে।।
২২জুন ২০১৮
আকুতি
ফুল নিবেন ফুল,
পাচঁ টাকায় একটি ফুল,
নিন স্যার, খুব ভাল,
একদম তাজা ফুল
নিন আপা, ভাইয়া নিন,
ফুল নিন ফুল।।
জানেন, এই টাকায় কত কি করব?
বাবার ওষুধ কিনব,
ভাইয়ের নতুন জামা নিব,
মায়ের চুড়ি নিব,
আমার একটা লিপিস্টিক নিব,
আর কত কি কিনব?
সামনে ঈদ, একটু তো মজা করবই,
তাই আজ ভাইকে নিয়ে এসেছি,
দুজনে অনেক টাকার ফুল বেচবো,
এই টাকায় কত্ত মজা হবে,
কত্ত আনন্দ, কত্ত খুশি,
সবাই একসাথে থাকব পাশাপাশি।।
ফুল নিবেন ভাই ফুল
কত আকুতি মিনতি করি,
ফুলের দামে আমি আজ
কত কিছু ভাবি,
গাড়ির চাপা পরে ফুল
হয়ে গেল সব নষ্ট,
ভাবলাম যা মনে মনে,
কেউ জানল না, বাড়ল শুধু কষ্ট।।
১৪ জুন ২০১৮।
বিশ্বকাপ ফুটবল
উন্মাদনায় মাতামাতি, বিশ্বকাপ এলো
উত্তেজনার ছড়াছড়ি, খেলো ফুটবল খেলো।
কে হারিল, কে জিতিল, কে দিল গোল?
তাই নিয়ে সারাদিন চলে শোরগোল ।
আনন্দ-বেদনা, হর্ষ-পুলক, কান্না-হাসি,
বিশ্বকাপ ফুটবলে সব থাকে পাশাপাশি।
ছোট বড় সবাই আনন্দে মাতোয়ারা,
এই জিতিল আমার দল, হাসির ফোয়ারা।
বিশ্বকাপ, বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ,
বছর পর বছর ঘুরে এলো বিশ্বকাপ,
সবাই মিলে দেখি খেলা, সবাই চাই জয়,
খেলার এই ভালোবাসা, নির্মল যেন হয়।
দল নিয়ে দলাদলি, দল নিয়ে ভাব,
দল নিয়ে ভেদাভেদ, মানুষের স্বভাব।
জেতা আর হারা হলো খেলার ধরণ,
খেলা শুধু মনোরঞ্জন, থাকে যেন স্মরণ।
২৯ জুন ২০১৮।
চালক চাই,চালক
পথ চলতে ক্লান্ত আমি,
পথের শেষ নাই,
ক্লান্ত মনে শান্তি পেতে ,
একজন চালক চাই।
রিক্সাচালক, গাড়ি চালক,
হোন্ডাচালক, সাইকেল চালক,
ঘোড়া চালক, মহিষ চালক,
নৌচালক, রথ চালক,
কত চালক ভাই,
এত চালকের ভিড়ে
আসল চালক নাই।
সত্যি একজন আসল চালক চাই।।
চালক শুধু চালনা করে,
তাই কিন্তু নয়,
সঠিক পথের দিশা কিন্তু
চালকের দ্বারায় হয়।
জুলাই ১৩,২০১৮ ইং।
কবি হব
একদিন আমি মস্ত কবি হব।
কলমের তেজে বিশ্বকে শাসন করিব।
অন্যায় , অবিচার, দুঃশাসন,অত্যাচার ,
মজলুমের হাহাকার, জুলুমবাজের অহংকার,
বিতাড়িত করিব।
একদিন আমি মস্ত কবি হব।।
আমি কবি হব,
সাম্যের গান গাহিয়া শুনাব।
মানুষে মানুষে ভেদাভেদ আর অবিশ্বাস,
কষ্ট-ক্লেশ, দুঃখ –বেদনা, হা-পিত্যাস
দূর করিব।
একধা আমি ভালবাসার কবি হব।।
আমি প্রকৃতির কবি হব,
সবুজ ,শ্যামলা ধরণীর গুনগান করিব।
আকাশ-বাতাস, জল-স্থল, সমুদ্র উপকূল
বন-জঙ্গল,মরু উপত্যাকা, বৃষ্টিস্নাত-সমতল
বিচরণ করিব।
একধা আমি সবুজের কবি হব।।
আমি কবি হব।।
একদিন আমি মস্ত কবি হব।।
জুলাই ১৫, ২০১৮ ইং।