বারে বারে আর আশা হবে না লিরিক্স Bare Bare Ar Asa Hobe Na lyrics কার্তিক দাশ বাউল
তুমি ভেবেছ কি মনে,
এই এিভুবনে,
তুমি যাহা করেছ
কেউ জানে না।
বারে বারে আর আসা হবে না।।
বারে বারে আর আসা হবে না।।
এমন মানব জন্ম আর পাবে না
বারে বারে আর আশা হবে না
তুমি যাহা করে গেলে আসিয়া হেথা,
চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতায় ।
তোমার বিচার করিবেন,
সেই বিধাতায়,
তাহার কাছে ফাঁকিজুঁকি,
কিছু চলে না।।
বারে বারে আর আসা হবে না।
বারে বারে আর আসা হবে না।
তুমি যাহা বদনে করনাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে
কি যে সর্বনাশ,
তুমি যাহা বদনে করনাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে
কি যে সর্বনাশ,
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,
মানুষের কুলে কালি,
আর দিও না।।
বারে বারে আর আসা হবে না।
বারে বারে আর আসা হবে না।
সাবধানে চল মন হও হুসিয়ার,
তোমার বেলা তোঁ বহে যায়
সাবধানে চল মন হও হুসিয়ার,
বেলা তোঁ বহে যায়
আসে অন্ধকার..
এই মানুষ দেবতা হয়,
হয় অবতার,
ভবা কহে
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না
বারে বারে আর আসা হবে না।
তুমি ভেবেছ কি মনে,
এই এিভুবনে,
তুমি যাহা করেছ
কেউ জানে না।
বারে বারে আর আসা হবে না।।
বারে বারে আর আসা হবে না।।
এমন মানব জন্ম আর পাবে না
বারে বারে আর আশা হবে না