প্রশান্ত মহাসাগর অভিযান শুরু করার আগে ফরাসি এ সাঁতারুকে ছয় বছর ধরে করতে হয়েছে কঠোর অনুশীলন। এ সময় প্রায় প্রতিদিনই তাঁকে কয়েক ঘণ্টা করে উন্মুক্ত জলাশয়ে সাঁতারের আনুষঙ্গিক বিষয়গুলো অনুশীলন করতে হয়েছে। পাশাপাশি প্রতিকূল সব পরিস্থিতি মোকাবিলার জন্য মনকে শক্ত করতে হয়েছে ‘প্রত্যক্ষকরণ ও পৃথক্করণের’ অনুশীলন।
বেন লকঁত প্রশান্ত মহাসাগর সাঁতরে পাড়ি দেবার রুট ম্যাপ
লকঁত বলেন, ‘এমন সব অভিযানে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি প্রয়োজন। এসব অভিযানে বের হওয়ার আগে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি সব সময় ইতিবাচক চিন্তা করতে সক্ষম।’
আমাদের দেশের স্যাটেলাইট বিশেষজ্ঞরা হলে চোখ বুজে বলে দিত , গুল মারছে? এও কি সম্ভব? ভাইরাল হবার ধান্দা, টাকা মেরে খাবে হেন তেন,
তবে আপনি জেনে রাখুন , যে মানুষটি সাঁতরে আটলান্টিক মহাসাগর প্রায় ৬০০০ মাইল পাড়ি দিয়েছিল মাত্র ৭৩ দিনে তাঁর কাছে প্রশান্ত মহাসাগর ৬ মাসে পাড়ি দেয়া কঠিন মনে হবে কি ? সে গল্প বলব পরের পোস্ট এ ,
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তিনি কিভাবে এতটা প্রশান্ত মহাসাগর পথ পাড়ি দেবেন, দিনে সাতার কাটবেন রাতে বিজ্ঞানীদের সাথে বোটে ঘুমাবেন ।
তিনিই প্রথম ব্যক্তি, যিনি ১৯৯৮ সালে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ সাঁতরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। এবারও তিনি করতে যাচ্ছেন আরেক নতুন বিশ্ব রেকর্ড। এবার পাড়ি দেবেন প্রশান্ত মহাসাগর। পাড়ি দেবেন নয় হাজার কিলোমিটারের মতো। সে জন্য অপেক্ষা করতে হতে পারে ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত।
আপনি তাঁর প্রতিদিনের যাত্রা ট্র্যাক করতে পারবেন এই লিঙ্ক এ
http://thelongestswim.com/live-tracker/
http://thelongestswim.com/logbook/
পারলে তাঁর প্রতিদিনের আপডেটের নিচে কমেন্ট এ উৎসাহ দিতে পারেন , আমি তাঁর ৩য় দিনে করেছি ।
You must be logged in to post a comment.