আমি নারী

তাই বলে কি বাঁধা ভারী ভারী,
মানব না এই জারি।
হোক সে সমাজ,
হোক সে দেশ,
নিয়ম সবার জন্য বেশ।
তবে কেন কর দেরি,
চল এর বিপরীতে লড়ি।
কামানে নয় , বন্দুকে নয়,
মুখে নয়, শক্তিতে নয়,
কলমের কালি দিয়ে জিতি।

জুন২  ২০১৮

 

ছোট কাধ

ছোট ছোট কাঁধে
বড় বড় বোঝা
এ কেমন ছোটদের
নীতিগত বাঁধা।
বাঁধা তো নই যেন
চাপের গভীর সাজা।
পড় পড় তবে
নইলে খাবে চাপা
সেরাদের সেরা হবে
বুদ্ধিতে ঠাসা

৮ জুন ২০১৮