অপরাধী গান লিরিক্স

শিরোনামঃ অপরাধী

কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
সঙ্গীতঃ অংকুর মাহমুদ.

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মনপিঞ্জরায় যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসিমুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম
ওরে মনের খাচায় যতন কইরা দিলাম তোরে ঠাই
এখন তোর মনেতেই আমার জণ্য কোন জায়গা নেই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যারে যা উইড়া যা রে অন্য খাচাতে

ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে

তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গান এর ই সুরে তোরে খুজিয়া লইতাম

অহন একলা একা সময়গুলা কাটাই কেমনে
এত ভালবাসার পরেও আমার কম কি ছিল রে
রোজ রাইতে বেলা জোনাকা পোকা কানে কানে কয়
দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়

ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এহন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
তোর হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভীর জমায় না।

এহন তারার মত জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গীটার এর সুর সাথে লইয়া ভালোই আছি রে
রোজ রাইতে বেলা জোনাকা পোকা কানে কানে কয়
দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়

ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে
রে রে রে রে।। রে রে রে রা রি রে।। রে রে রে রে রে রা রি রে রে রা রি রে

 

আলিফের অপরাধী গান নিয়ে কিছু কথা
গানটিরগীতিকার আরমান আলিফ  গানটি অনলাইনে প্রকাশ হয় ২৬ এপ্রিল।

রেকর্ড কেবল ভেঙে চলেছে বাংলাদেশের তরুণ শিল্পী আরমান আলিফের গান অপরাধী। গানটি ইউটিউবে ইতিমধ্যে দেখা হয়েছে ৬ কোটি ২০ লক্ষ বার! এই মিউজিক ভিডিও দিয়েই কলেজ ছাত্র আরমান আলিফ এখন আলোচিত ৷ ইউটিউব গ্লোবাল চার্ট ১০০ এর ভিতর ডুকে গেছে তাঁর গাওয়া ‘অপরাধী’ শীর্ষক গানটি৷ বাংলাদেশের ইউটিউব ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এ গান৷ গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১০০টি গানের মধ্যে ঢুকেছিল আগেই৷ এখনো চলছে অগ্রযাত্রা৷ ইউটিউবে ৬ কোটি ২০ লক্ষ বার দেখা হয়ে যাওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন,কোথায় গিয়ে থামবে এই অপরাধী গান ?