কিন্তু এটা সবচেয়ে ইন্টারেস্টিং
একটা প্যাটার্ন ধরে এগোন পড়তে অনেক ভাল লাগবে, যেকোন পরীক্ষার প্রশ্ন সোজা হয়ে যাবে
প্রথমে বিশ্বের বড় বড় সভ্যতা গুলি সম্পর্কে পড়ে ফেলুন
সিন্ধু , মিসরীয়, সুমেরীয়, পারস্য, ব্যাবিলনীয়্, রোমান, ইজিয়ান, মায়ান, ইনকা সভ্যতা সহ মোট ১৮টি সভ্যতা এসেছে
https://www.facebook.com/groups/swapybooks/579657525714633/
এটা ধরে হাল্কা কিছু ধারনা পাবেন
আরো পড়বেন বিভিন্ন ধর্মের উত্থান, সমাজের পরে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা
প্রাচীন পৃথিবীর (প্রধানত ইউরোপ, তবে নিকট প্রাচ্য ও উত্তর আফ্রিকাও এর অন্তর্ভুক্ত) ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
৪৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ; পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত মধ্য যুগ বা ধ্রুপদী-উত্তর যুগ,
যার মধ্যে রয়েছে ইসলামি স্বর্ণযুগ(৭৫০- ১২৫৮ খ্রিস্টাব্দ)
ইউরোপীয় রেনেসাঁ (১৩শ শতক থেকে শুরু)।
আধুনিক যুগের সূচনাকাল ধরা হয় ১৫শ শতক থেকে ১৮শ শতকের শেষ পর্যন্ত যার মধ্যে রয়েছে ইউরোপের আলোকিত যুগ।
প্রাচীন ভারতের ইতিহাস পড়ুন ।
ভুলবেন না রেনেসার আগের সময়টাতে মধ্য এশিয়ার রাজত্বের ইতিহাস। মঙ্গলদের রয়েছে রক্তহিম করা ইতিহাস।
এই যুদ্ধবাজরা সেই সময়ের দুনিয়ার জন্যসংখ্যার বিশাল একটা অংশ হত্যা করে ফেলে !
রেনেসার এর সময়টাতে ইউরোপীয়রা মোটামুটি সারা দুনিয়ায় লুটতরাজ চালিয়েছে , নতুন নতুন যায়গা আবিস্কার করেছে , সেই জায়গার স্থানীয় সমাজ ব্যবস্থা ধংস করেছে , গড়ে তুলেছে নিজেরদের স্বর্গ ,দখল নিয়ে ডাচ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ও ইংরেজদের ভিতর লড়াই , নিকট অতিতে স্প্যানিশদের দ্বারা ইনকা ও মায়া সভ্যতার নিকাশ , ও ইংরেজদের দ্বারা , দক্ষিন ও পুর্ব এশিয়া , উত্তর আমেরিকা, ও আফ্রিকার অনেক অংশ সেই দিন পর্যন্ত দখলে রাখা
১৯ শতকের শুরুর দিক দিক থেকে, বিভিন্ন আবিস্কার এর ফলে সভ্যতার উন্নতির গতি চরম অংশে বৃদ্ধি পায় পড়ে ফেলুন তার কাহিনী ও তার ফলাফল ।
আরো পড়ুন প্রথম বিশ্বযুদ্ধ যতটা পারেন, কারন এর কারনেই আসলেই ২য় বিশ্বযুদ্ধ শুরু হয়
২য় বিশ্বযুদ্ধ শুধু আসলে জার্মানদের পরাজয় নয় এর সাথে উত্থান হয়েছে আমেরিকানদের , কিছুটা সময় নিয়েছে রাশিয়ানদের সাথে খেলা শেষ করতে
বিশ্বযুদ্ধর ফলে ব্রিটিশ ও জার্মানরা তাদের প্রায় সব উপনিবেশ গুলি হারিয়ে ফেলে,
Pakistan, India, The Philippines , Malaysia, Singapore, Burma,
>Vietnam >Cambodia >Laos >Algeria>Ghana >Cyprus >Congo >Fiji >Vanuatu >Niger >Nigeria >Israel, >Antigua and Barbuda>The Bahamas>Bahrain>Barbados>Belize> Zambia সহ আরো অনেক দেশ স্বাধীন হয় ।
শেষ করুন আধুনিক চায়নার প্রতিষ্ঠার ইতিহাস , এবং চায়নার ইতিহাস ও অগ্রগতি সম্পর্কে না জানলে আপনারইতিহাস পাঠ আসলে সম্পন্ন হয় না ।
এইবার আসুন দক্ষিন এশিয়ার ইতিহাস , এটা পড়তে কিপ্টেমি করবেন না
ব্রিটিশদের হাত থেকে দক্ষিন এশিয়া ভেঙ্গে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময়টা অনেক গুরুত্তপূর্ণ
তারপর পাকিস্তানের সৃষ্টির পর থেকে বাংলাদেশ সৃষ্টির সময়টা ।
তার পরে পড়তে থাকুন আমেরিকানদের এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ফলাফল ।
শেষমেশ ইতিহাস পড়া আসলে হয় না শেষ
এই ধারাবাহিকতা আসলে আমার নিজের মতামত ,
সবার পরামর্শ কাম্য
আপনি ইতিহাসের কোন বিষয় নিয়ে লিখতে চাইলে , লিখুন আমাদের ব্লগে আর গ্রুপে যোগ দিতে পারে ।